ঘুড়ি উড়ছে! ঘুড়ি উড়ছে আমাদের চিন্তার
ঘুড়ি ওড়াচ্ছেন আমার বন্ধুরা
ঘুড়ি ওড়াচ্ছি আমি
আমাদের ঘুড়িকাল... কি রে, দেখতে দেখতে যে
আকাশের দিকে উঠে যাচ্ছে?
আমাদের চিন্তার সঙ্গে চাঁদ-তারা কি টক্কর খাবে?
চিন্তারা জট পাকিয়ে পাক খেয়ে পড়ছে!
একটি ঘুড়ি আরেকটি ঘুড়িকে পেচিয়ে ধরে
কেটে দিতে চাইছে
ঘুড়ি-সংস্কৃতির স্বর্ণযুগ আর শেষই হচ্ছে না...?
আবার এর মধ্যেই কোনও ঘুড়িটা আরও নির্জন হতে গিয়ে
আকাশের আরও আকাশে উঠতে গিয়ে
কি জানি কি নক্ষত্র হতে চাইছে!
কিন্তু এই সাধ তো পূর্ণ হবার নয়; কেননা মেঘ সম্পর্কে যারা
মাইল মাইল ধারণা রাখে, তারাই বলেছে:
মেঘ মহা চিন্তাখোর, রূপান্তরশীল ভিলেন! তার আস্তানা ভেদ করতে গিয়ে
ধরা খেয়ে পড়ে আছে কতজনই
ঘুড়ির কংকাল
আজ তবু ঘুড়ি ওড়াবার দিন, আজ ঘুড়ি উড়ছে
আমাদের চিন্তার
ঘুড়ি ওড়াচ্ছেন আমার বন্ধুরা
ঘুড়ি ওড়াচ্ছি আমি
আমাদের ঘুড়িকাল... কি রে, দেখতে দেখতে যে
আকাশের দিকে উঠে যাচ্ছে?
আমাদের চিন্তার সঙ্গে চাঁদ-তারা কি টক্কর খাবে?
চিন্তারা জট পাকিয়ে পাক খেয়ে পড়ছে!
একটি ঘুড়ি আরেকটি ঘুড়িকে পেচিয়ে ধরে
কেটে দিতে চাইছে
ঘুড়ি-সংস্কৃতির স্বর্ণযুগ আর শেষই হচ্ছে না...?
আবার এর মধ্যেই কোনও ঘুড়িটা আরও নির্জন হতে গিয়ে
আকাশের আরও আকাশে উঠতে গিয়ে
কি জানি কি নক্ষত্র হতে চাইছে!
কিন্তু এই সাধ তো পূর্ণ হবার নয়; কেননা মেঘ সম্পর্কে যারা
মাইল মাইল ধারণা রাখে, তারাই বলেছে:
মেঘ মহা চিন্তাখোর, রূপান্তরশীল ভিলেন! তার আস্তানা ভেদ করতে গিয়ে
ধরা খেয়ে পড়ে আছে কতজনই
ঘুড়ির কংকাল
আজ তবু ঘুড়ি ওড়াবার দিন, আজ ঘুড়ি উড়ছে
আমাদের চিন্তার
No comments:
Post a Comment