Sunday, August 30, 2009

সংকীর্তন

সহজ কবিতাশিক্ষা হাতে করে দাঁড়িয়েছি কঠিন সভায়

এক-অঞ্জলি নদীজল তুলে তাকে নদীই বলেছি
বলেছি সহজশর্তে চাই ঋণ:
        এই মাঠ, বনান্ত আকাশ... মৌলিক বিস্তৃতি!
কোথাও বেড়াতে গেলেই, বন্ধুদের মধ্যে আমি বলেছি-
এসব আমার আগেই দেখা, আমার শিরায়
                কয়েকজনের স্মৃতি

স্মৃতিগ্রাহী গানগুলো, আজ আবার জেগে উঠছে, উঠুক।
আজ আবার ইচ্ছে করছে- বাঁশবাগানের পাশেই পুঁতে আমি
        এই কাব্যভাষা; একে কঙ্কালের অভিব্যক্তি বলে
খুব সহজেই মেনে নেবে দরিদ্র কাশবন!
শুনতে পাচ্ছি, মা বলেন-
    ‘জটিল জন্মের পাশে তুই কিন্তু সহজ থাকিস
সহজে ভিক্ষে মিলবে, ভিক্ষে করে তুই হবি ভিক্ষেশ্বর...’

ওরে আউলা-ঝাউলা দিন, ভাবছি বাতাসের সঙ্গেও কথা বলে জানব
কত কি ফুলের তথ্য, মধুবন্তী রোদ আর মোহন সাধুর হাসি
                কী অর্থ করে?
সভাতল কাঁপিতেছে কঠিনের জ্বরে!

যদি, ভিক্ষুর সারল্যে আঁকা এই পদ,
একে সহজেই জড়িয়ে নেবে ধ্যানস্থ পাহাড়
            শিখরে শিখরে

No comments:

Post a Comment