মিলিয়ে দাও মাঠ মিলিয়ে দাও
আমি খেলবো, খেলার নামটি ঘোর!
জনাব বাতাস- কী আজ বলো চাও?
ঘোরের মধ্যে চলছে ম্যাটাডোর
এ-ঘোর কালে মিলিয়ে দাও পদ
উষ্ণপ্রধান বাক্য, বাহাদুরি
মিলিয়ে দাও নদীর মধ্যে মদ
স্তনে চোখ ফুঁকছে লুকোচুরি
আর মুদ্রা লিখতে পারি বলো?
মধ্যদিনের অমলধবল শিস্
ভেসে আসছে হালকা চপ্পলও
মিলিয়ে দাও বিশাল উনিশ-বিশ...
বিশালাক্ষীর ছুরিতে মিলাও পাঠ
ফিরিয়ে দিচ্ছি ছুটির নিমন্ত্রণ-
কয়লাফয়লা মিলিয়ে দিচ্ছে কাঠ
কাঠ মিলিয়ে দিচ্ছে সাধু, বন
ভ্রম আমার পাঠ মিলিয়ে দাও
সূর্যাস্তের রচনা লেখা দিনে
প্রশ্ন উঠছে বাঙলা কবিতাও
পাহারা দেয় রাত্রিকালীন ঋণে-
পাহারা করে প্রহরান্তের ছবি?
অবাক করা আলুকভুলুক চোখ;
ভাবালুতার তীর্থে বসে কবি
কমলা খায়? না খোসার কুহক?
তাতে বেরিয়ে পড়ে সত্য, যা দেহ
সত্য দেখেই উদ্ধত হয় খুনি!
যা মিলেছে, ঝিলে, বকের স্নেহ
হঠাৎ শহর শিখব না এক্ষুণি
গ্যাস-বিদ্যুৎ রঙিন জটিলতা
ওয়াসা-ডেসার জলবাহানাও মেনে
নদীশিল্পের সম্ভাবনার কথা
ভেসে যাচ্ছে সেনসেশনের ড্রেনে
তার মধ্যেও যত মৃত্যু, ধ্বনি
কাব্যভাষায় তুলে আনতে গিয়ে
পাড়ায় পাড়ায় শিশ্ন এবং যোনি
বিয়ে করছে টোপর মাথায় দিয়ে
মিলিয়ে দাও মনস্কাম, ও সাঁই
আখড়াপ্রধান বাক্যে মিলাও ঘোর
বাতাস যদি বসন্তে গান গায়
সঙ্গত তাই সাধুর শিষ্য চোর...
আমি খেলবো, খেলার নামটি ঘোর!
জনাব বাতাস- কী আজ বলো চাও?
ঘোরের মধ্যে চলছে ম্যাটাডোর
এ-ঘোর কালে মিলিয়ে দাও পদ
উষ্ণপ্রধান বাক্য, বাহাদুরি
মিলিয়ে দাও নদীর মধ্যে মদ
স্তনে চোখ ফুঁকছে লুকোচুরি
আর মুদ্রা লিখতে পারি বলো?
মধ্যদিনের অমলধবল শিস্
ভেসে আসছে হালকা চপ্পলও
মিলিয়ে দাও বিশাল উনিশ-বিশ...
বিশালাক্ষীর ছুরিতে মিলাও পাঠ
ফিরিয়ে দিচ্ছি ছুটির নিমন্ত্রণ-
কয়লাফয়লা মিলিয়ে দিচ্ছে কাঠ
কাঠ মিলিয়ে দিচ্ছে সাধু, বন
ভ্রম আমার পাঠ মিলিয়ে দাও
সূর্যাস্তের রচনা লেখা দিনে
প্রশ্ন উঠছে বাঙলা কবিতাও
পাহারা দেয় রাত্রিকালীন ঋণে-
পাহারা করে প্রহরান্তের ছবি?
অবাক করা আলুকভুলুক চোখ;
ভাবালুতার তীর্থে বসে কবি
কমলা খায়? না খোসার কুহক?
তাতে বেরিয়ে পড়ে সত্য, যা দেহ
সত্য দেখেই উদ্ধত হয় খুনি!
যা মিলেছে, ঝিলে, বকের স্নেহ
হঠাৎ শহর শিখব না এক্ষুণি
গ্যাস-বিদ্যুৎ রঙিন জটিলতা
ওয়াসা-ডেসার জলবাহানাও মেনে
নদীশিল্পের সম্ভাবনার কথা
ভেসে যাচ্ছে সেনসেশনের ড্রেনে
তার মধ্যেও যত মৃত্যু, ধ্বনি
কাব্যভাষায় তুলে আনতে গিয়ে
পাড়ায় পাড়ায় শিশ্ন এবং যোনি
বিয়ে করছে টোপর মাথায় দিয়ে
মিলিয়ে দাও মনস্কাম, ও সাঁই
আখড়াপ্রধান বাক্যে মিলাও ঘোর
বাতাস যদি বসন্তে গান গায়
সঙ্গত তাই সাধুর শিষ্য চোর...
ভালো লাগলো।
ReplyDeleteaR
Bangla Hacks