সে অনেকদিন; একাধিক রাত্রি নিয়ে ফেরিঅলা
পবনে রাখিয়া গেছে অভিসন্ধি, পরাক্সমুখ গলা।
নহ নহ নভোস্বপ্ন, লোকিক জানালা-দরোজায়
তখন চোত্তির মাস, অলৌকিক মেঘবরষায়
এত বেশি নিদ্রা এসেছিল, এত বেশি অ্যালিগড়ি?
শহরে রথের মেলা: ফেরিঅলা মুদ্রা চায়, পরী
ফলে, ঘর থেকে বেরুলেই বিভ্রমের সা-রে-গা-মা...
ঘরের বাইরে বরঙ গেয়েছি গৃহরাত্রিনামা!
তাতেই বাগর্থ মিলিয়ে গেছে বাষ্পচক্রে, বাগান্তরে
ফেরিঅলা মুদ্রা-মায়া খুঁজে মরে ফুসকা-শহরে
তো অনেকদিন, একাধিক মুদ্রা নিয়ে ঘুরে ঘুরে
যখন দেখেছি নিদ্রা, সে বিড়াল, পরীর আদুরে-
বিভঙ্গ মুরারী, তখন চোত্তির মাস, অলৌকিকে
একমাত্র ফেরিঅলা সব রাত্রি নিয়েছিলে ঠিকে?
পবনে রাখিয়া গেছে অভিসন্ধি, পরাক্সমুখ গলা।
নহ নহ নভোস্বপ্ন, লোকিক জানালা-দরোজায়
তখন চোত্তির মাস, অলৌকিক মেঘবরষায়
এত বেশি নিদ্রা এসেছিল, এত বেশি অ্যালিগড়ি?
শহরে রথের মেলা: ফেরিঅলা মুদ্রা চায়, পরী
ফলে, ঘর থেকে বেরুলেই বিভ্রমের সা-রে-গা-মা...
ঘরের বাইরে বরঙ গেয়েছি গৃহরাত্রিনামা!
তাতেই বাগর্থ মিলিয়ে গেছে বাষ্পচক্রে, বাগান্তরে
ফেরিঅলা মুদ্রা-মায়া খুঁজে মরে ফুসকা-শহরে
তো অনেকদিন, একাধিক মুদ্রা নিয়ে ঘুরে ঘুরে
যখন দেখেছি নিদ্রা, সে বিড়াল, পরীর আদুরে-
বিভঙ্গ মুরারী, তখন চোত্তির মাস, অলৌকিকে
একমাত্র ফেরিঅলা সব রাত্রি নিয়েছিলে ঠিকে?
No comments:
Post a Comment