ইচ্ছেমতো ছুঁতে পারি, ফুল
বাগানের
কেউ ফুটেছে টবে, কেউ
এই তো সেদিনই
ফুটেছে মাত্র!
তবু সমুদ্রের
ঢেউ
হয়ে উঠলেই
আমি ছোঁব, তাতেই
আভিজাত্য
আর অহংকার
ফুটবে, লাভ হবে
বাঙলা কবিতার
বাগানের
কেউ ফুটেছে টবে, কেউ
এই তো সেদিনই
ফুটেছে মাত্র!
তবু সমুদ্রের
ঢেউ
হয়ে উঠলেই
আমি ছোঁব, তাতেই
আভিজাত্য
আর অহংকার
ফুটবে, লাভ হবে
বাঙলা কবিতার
No comments:
Post a Comment