Saturday, August 29, 2009

বনপলাশের পদাবলি

শীত ছিল তো গত বছর- শীতের কথা বলি
হাতের মুঠোয় কুড়িয়েছিলাম ছোট্ট শহরতলি

শহরতলির স্মৃতি মানেই বাঁধিয়ে রাখা ছবি
এক বছরেই বুড়ো হলাম- আজ শহরের কবি

কবির কথা? কথা তো নয়, মৌনব্রত বাড়ি
জায়নামাজে চেয়েছিলাম একটি নিভাঁজ শাড়ি

শাড়ি মানেই স্বপ্ন এবং অসম্ভবের দাবি
কে বলল যে অশ্রুপাতে সমুদ্দুরও পাবি?

যা পেয়েছি শহরতলির লুব্ধ অভিসারে
নিইনি কিছুই তবু ঋণের স্নিগ্ধ বোঝা বাড়ে

শীত ছিল তো গত বছর- শীতের কথা ভুলে
এবার শহর জড়িয়ে নেব যথার্থ আঙুলে

বনস্পতি, বদলে যাব, মন্দ বলুক লোকে
বনপলাশের পদাবলি আয় শেখাব তোকে

No comments:

Post a Comment