আজ যে পোশাকে আপনি নিউমার্কেট এসছেন
তার দর্জি কে? তাকে মনে পড়ে?
অবশ্য আজ এত গরম যে আপনার সঙ্গে আপনার
পোশাকও ভিজে যাচ্ছে আর আমাদের চোখে পড়ে যাচ্ছে-
অভেজা জীবনে ভেজা কাপড়ের চরিত্র।
কিন্তু, একথা তো ঠিক, ওই দর্জিকে আপনার জানা হলো না।
যদিওবা দর্জিই কতটুকু জানে-
তারা তৈরি পোশাক কখন কিভাবে
কতখানি ভিজে থাকে?
আজ বৃষ্টিও হলো! অনিচ্ছাসত্ত্বেও আপনি আরও ভিজলেন!
এখন, ভিজতে ভিজতে হঠাৎ যদি সেই দর্জিও চলে আসে
নিশ্চয়ই তাকে জিগাবেন না- ভেজা পোশাক কেন এত জাপটে ধরতে চায়?
অবশ্য দর্জিও জানবে না, পোশাকি মানুষ কি চান?
পোশাক নিজেই কি দেয় বা নিতে চায়?
কিন্তু আপনি ভিজে গেলেন- ঘামে ও বৃষ্টিতে।
তবে সর্দি লাগার ভয়ে, তাড়াতাড়ি বাসায় ফিরে
আপনি কি করবেন তাও আমরা জানি:
প্রথমে ভেজা কাপড় খুলে, তারপর শুকনো পোশাক পরবেন
সেই নতুন পোশাকের দর্জি কে? তাকে মনে পড়ে?
সেও কি আপনার দৈর্ঘ-প্রস্থ মনে রাখেনি,
আমরাও মনে রাখতে পারিনি সব যন্ত্রণা
বা ফিরে আসবার পথের সংলাপ, একা একা
তার দর্জি কে? তাকে মনে পড়ে?
অবশ্য আজ এত গরম যে আপনার সঙ্গে আপনার
পোশাকও ভিজে যাচ্ছে আর আমাদের চোখে পড়ে যাচ্ছে-
অভেজা জীবনে ভেজা কাপড়ের চরিত্র।
কিন্তু, একথা তো ঠিক, ওই দর্জিকে আপনার জানা হলো না।
যদিওবা দর্জিই কতটুকু জানে-
তারা তৈরি পোশাক কখন কিভাবে
কতখানি ভিজে থাকে?
আজ বৃষ্টিও হলো! অনিচ্ছাসত্ত্বেও আপনি আরও ভিজলেন!
এখন, ভিজতে ভিজতে হঠাৎ যদি সেই দর্জিও চলে আসে
নিশ্চয়ই তাকে জিগাবেন না- ভেজা পোশাক কেন এত জাপটে ধরতে চায়?
অবশ্য দর্জিও জানবে না, পোশাকি মানুষ কি চান?
পোশাক নিজেই কি দেয় বা নিতে চায়?
কিন্তু আপনি ভিজে গেলেন- ঘামে ও বৃষ্টিতে।
তবে সর্দি লাগার ভয়ে, তাড়াতাড়ি বাসায় ফিরে
আপনি কি করবেন তাও আমরা জানি:
প্রথমে ভেজা কাপড় খুলে, তারপর শুকনো পোশাক পরবেন
সেই নতুন পোশাকের দর্জি কে? তাকে মনে পড়ে?
সেও কি আপনার দৈর্ঘ-প্রস্থ মনে রাখেনি,
আমরাও মনে রাখতে পারিনি সব যন্ত্রণা
বা ফিরে আসবার পথের সংলাপ, একা একা
No comments:
Post a Comment