Saturday, August 29, 2009

প্রতিষ্ঠান

ব্যক্তিকে বাড়িয়ে দাও তুমি এমনই প্রতিষ্ঠান

তোমার গোপনে যে গভীর জলাশয় দেখে
আমি বসে থাকি মৎস্যশিকারির সম্ভাবনায়
        মাছমন আরাধ্যের দিনে;

জাঁহাছে আঙুলগুচ্ছ, তোমার আঙুলে লেখা
রাত্রিকালীন তারাদের গল্প! গল্পপাঠ
দীর্ঘ দূরত্ব ডিঙিয়ে আমি মহাকাশ চর্চা করি

চর্চা করি বনতরুদের গান

এদিকে, আমাদের যশোপ্রার্থী তরুণ বাতাসে
            যা যা উড়ে যায়
তুমি সব কুড়িয়ে কুড়িয়ে
        কার্পাস রচনা কর!
কবিতার ধর্ম মেনে, উড্ডয়নে
        তুমি গভীর প্রতিষ্ঠান

উল্লেখ্য, ব্যক্তিত্ব বিকাশে আমি
মাছমন, মহাকাশ, তরুমর্ম জড়িয়েছি আজ চোখে;
যে কারণে প্রতিষ্ঠান বিরোধিতা আমাকে মানায় না

কবিতার মর্ম মেনে, উড্ডয়নে, তোমাকে বলেছি উদিত কবির
                    দগ্ধ-বিহঙ্গপনা

তুমি তখনই প্রতিষ্ঠান

No comments:

Post a Comment