যুদ্ধে মহত্ব থাকে? পরে টের পাই!
আমরা পড়েছি ওয়ার এন্ড পিস... আমরা
ঘুরেছি গুয়ের্নিকায়
আহা, হা হা হাংরি কবিতাগুলো
বা দেশে দেশে চিত্রকলা, আর
দুর্দান্ত ফিল্ম-টিল্ম, হাউ স্ট্রেঞ্জ
যুদ্ধের পরেই কিন্তু যুদ্ধ বোঝা যায়
তবু শান্তি শান্তি বলে ঘুমিয়ে পড়েছে
যথামৃত গান;
গান আমাদের বোন, গান আমাদের ভাই
যুদ্ধশেষে, এই সন্ধ্যায়
যতগান হারিয়েছি, ধরে ধরে
সব লেখা যায়? না-সব
লেখা হবে কোনও কালে?
এই তো আবার তুমি যুদ্ধে জড়ালে!
আমরা পড়েছি ওয়ার এন্ড পিস... আমরা
ঘুরেছি গুয়ের্নিকায়
আহা, হা হা হাংরি কবিতাগুলো
বা দেশে দেশে চিত্রকলা, আর
দুর্দান্ত ফিল্ম-টিল্ম, হাউ স্ট্রেঞ্জ
যুদ্ধের পরেই কিন্তু যুদ্ধ বোঝা যায়
তবু শান্তি শান্তি বলে ঘুমিয়ে পড়েছে
যথামৃত গান;
গান আমাদের বোন, গান আমাদের ভাই
যুদ্ধশেষে, এই সন্ধ্যায়
যতগান হারিয়েছি, ধরে ধরে
সব লেখা যায়? না-সব
লেখা হবে কোনও কালে?
এই তো আবার তুমি যুদ্ধে জড়ালে!
No comments:
Post a Comment