কোথায় নিয়ে এলে সুন্দরী?
সমুদ্রের নামে এক নব্য-মরুভূমি;
যেখানে পিপাসা দীর্ঘ
আমি মরি মরি!
ভ্রমণযাত্রায় ভুল? এখন কি করি?
শুনেছি আমার ভূমিষ্ঠ-রঙিন ভোরে
বাতাসেরও অগোচরে
আমাকে প্রথম ডেকেছিল এক
আবাবিল শিশুপরী!
পরীর বাচ্চা রেখে গিয়েছিল
কালের নৌকা, তরী-
জলভ্রমণের ইচ্ছে বইছে
সেই থেকে কবরাবরই।
কিন্তু আমার চারিত্র্য বোঝেনি
অভিভাবকের দল,
কণা বলতে, বালি বুঝিয়েছে
কেউ বোঝায়নি জল-
ফলে এক আপাত-হরিণী
একদিন বলল, ‘চল...’
চলতে গিয়েই
দেখেছি সে সুন্দরী
সুন্দরী সেই পরীর বাচ্চা পরী
তবে, পরীর সঙ্গে
কোথায় এলাম?
সমুদ্রের গল্পে পড়ছি কি শুধু
বালিপৃষ্ঠার শিরোনাম?
এক্ষণে পিপাসা দীর্ঘ
আমি মরি মরি!
সৌন্দর্যদীক্ষায় ভুল? এখন কি করি?
এই মরুবিদ্যালয়ে, কবিজীবনের ক্লাসে
চিরকালীন শিক্ষয়িত্রী
মরীচিকা সুন্দরী
তব, অধরা কিভাবে ধরি?
সমুদ্রের নামে এক নব্য-মরুভূমি;
যেখানে পিপাসা দীর্ঘ
আমি মরি মরি!
ভ্রমণযাত্রায় ভুল? এখন কি করি?
শুনেছি আমার ভূমিষ্ঠ-রঙিন ভোরে
বাতাসেরও অগোচরে
আমাকে প্রথম ডেকেছিল এক
আবাবিল শিশুপরী!
পরীর বাচ্চা রেখে গিয়েছিল
কালের নৌকা, তরী-
জলভ্রমণের ইচ্ছে বইছে
সেই থেকে কবরাবরই।
কিন্তু আমার চারিত্র্য বোঝেনি
অভিভাবকের দল,
কণা বলতে, বালি বুঝিয়েছে
কেউ বোঝায়নি জল-
ফলে এক আপাত-হরিণী
একদিন বলল, ‘চল...’
চলতে গিয়েই
দেখেছি সে সুন্দরী
সুন্দরী সেই পরীর বাচ্চা পরী
তবে, পরীর সঙ্গে
কোথায় এলাম?
সমুদ্রের গল্পে পড়ছি কি শুধু
বালিপৃষ্ঠার শিরোনাম?
এক্ষণে পিপাসা দীর্ঘ
আমি মরি মরি!
সৌন্দর্যদীক্ষায় ভুল? এখন কি করি?
এই মরুবিদ্যালয়ে, কবিজীবনের ক্লাসে
চিরকালীন শিক্ষয়িত্রী
মরীচিকা সুন্দরী
তব, অধরা কিভাবে ধরি?
No comments:
Post a Comment