অনন্ত চৈত্রের দিন, তুই ভালো থাক!
তুই শিখেছিস শোষণ
কিন্তু জানি আক্ষরিক
এই মাটি-কামড়ে পড়ে থাকার ছবি-
মাটি-কামড়ে পড়ে থাকাই
যথাহরিৎ কবি!
চৈত্রে, গাছটি তো ভাই পড়ে রইলো
ঝরা সইল
বাক্য যেমন ঝরতে ঝরতে
ঝরাপাতা!
কাব্য লিখব? কইরে আমার
স্বপ্নমণি... শাদা খাতা?
শা দা হা ও য়া র খা তা
খাতা কি আজ পাতার সঙ্গে
শিখেছে উড্ডিন?
তুই ভালো থাক দীর্ঘশোষণ, মুগ্ধপোষণ
চৈত্রময়ীর দিন।
তুই শিখেছিস শোষণ
কিন্তু জানি আক্ষরিক
এই মাটি-কামড়ে পড়ে থাকার ছবি-
মাটি-কামড়ে পড়ে থাকাই
যথাহরিৎ কবি!
চৈত্রে, গাছটি তো ভাই পড়ে রইলো
ঝরা সইল
বাক্য যেমন ঝরতে ঝরতে
ঝরাপাতা!
কাব্য লিখব? কইরে আমার
স্বপ্নমণি... শাদা খাতা?
শা দা হা ও য়া র খা তা
খাতা কি আজ পাতার সঙ্গে
শিখেছে উড্ডিন?
তুই ভালো থাক দীর্ঘশোষণ, মুগ্ধপোষণ
চৈত্রময়ীর দিন।
No comments:
Post a Comment