Thursday, August 27, 2009

শীতল কবিতা

ঘন বরফের স্মৃতি, দুভাবে পেয়েছি!

একবার বালকবেলায়, আর
আর একবার, তখন-
যখন, সমস্ত আগুন জড়িয়ে, দেহাস্ত্র উঁচিয়ে ধরেও
আক্রমণ ভুলে গিয়ে আমি মুগ্ধতার সঙ্গেই
        করে ফেলি মরমী আপোস

সে আপোসে পরাজয় ছিল?

শখ করে ইগলু খেতে গিয়ে, আজ আবার মনে পড়লো
ভেতরে আগুন রেখেও, বাইরে বেশ ঠাণ্ডা
আমি কি সেই বরফ হয়ে থাকছি?

অগ্নিহোত্রী, আবার কি যুদ্ধে-তীর্ণ রাত্রি আসবে না?

No comments:

Post a Comment