Friday, August 28, 2009

দায়িত্বশীলতার প্রশ্ন

ঠুনকো বাতাস এসে, যত কাণ্ড বাঁধিয়ে গেল
আমি তো বসেই ছিলাম

প্রথমে ভাঙল ঘর, ঘরে সেই গুপ্তভাষা
ইতিহাসে অনাশ্রিত চিঠি
        উদ্বৃতিহীন পুরনো বিকেল

আর কিছু অযাচিত রাত, রাত্রি বলছে-
আমাদের ভিতরে যে অন্ধকার থাকে; তাই-ই হয়তো
            ফিরে আসে প্রতিটি সূর্যাস্তে!

এবেলা ঠুনকো বাতাস
    প্রকাশ্যে জানিয়ে গেল-
ঝড়-হিসেব কাল আসব, তোকে
        হ্যাচকা উড়িয়ে নিয়ে
            ফেলে আসব শ্রীমতী পরিত্যাক্তার পাশে;
দেখি তার নৈশঘুম
        ভাঙাতে পারিস কিনা?

No comments:

Post a Comment