Monday, August 31, 2009

জোছনাকালীন মরুশিল্প

মহীনের ঘোড়াগুলি মারা গেছে বহুদিন পরে
গহীনের পাড়াগুলি ভেঙে গেছে অরে অরে
কিন্তু তার গুপ্তকথা ঘোরে-ফেরে শাদা পোশাকের
দৃশ্যের ফাঁকে অবলা জোছনায়, কোমল প্রান্তরে

আমাদের অশ্রুগুলি উড়ে গেছে বঁধূবালুচরে
ত্রেগুলি পুড়ে গেছে ব্যক্তিগত-রতি-বৈশ্বানরে!
আমরা নিভেছি বলে কেরোসিন লণ্ঠনের আলোয়
বিশ্বায়নের অমলধবল ইউরো মুদ্রা ঝরে

গার্হস্থ্যের পূণ্যগুলি পলাতক, ফেরেনি তো ঘরে
শূন্যগুলি আমাদের আরিক প্রভাবিত করে।
আমরা শুনেছি আজও মহীনের মৃত্যু নাই
গহীনের তগুলি ঝরে পড়ে গানের মর্মরে-

সেই গানগুলি আর শোনাতেও চাই বলে লিখি
জোছনা লিখেছিমাত্র- বুকভরা মাঠ, ঝিকিমিকি

No comments:

Post a Comment