দৈনিকে প্রকাশ, আজ মেঘশেডিং
আজ হয়ত বজ্রপাতও হবে!
না চাইলেও দেখতে পাবো
ভিজতে ভিজতে
ভিজে যাচ্ছে সমস্ত শহর
কিন্তু ঠিক, আমি ভিজব না। যদিও
গৃহের ভিতরে এসে
বর্ষা ভিজে যাবে?
বর্ষা তার তাঁতবস্ত্রে
বৃষ্টি কুড়োবে-
না চাইলেও শুনতে পাবো
ভাঙতে ভাঙতে
ভেঙে যাচ্ছে সমস্ত গোপন
তবু আমি, আমি ভাঙব না? যদিও
দ্বন্দের ভিতরে শুয়ে
ছন্দ ভেঙে যাবে
ছন্দ তার সঙ্গীতজ্ঞ
জীবন জুড়োবে।
দৈনিকে প্রকাশহেতু, আজ মেঘশেডিং!
আজ হয়ত মধ্যাহ্ণেই মধ্যরাত হবে! আর
না হলে তো বৃথা
এই হাইড্রো-কাহিনী, অলিখিত স্মৃতি-
পদ্য, জলের কবিতা;
পাঠক, আমি আর লিখব না মেঘ-সংহিতা?
আজ হয়ত বজ্রপাতও হবে!
না চাইলেও দেখতে পাবো
ভিজতে ভিজতে
ভিজে যাচ্ছে সমস্ত শহর
কিন্তু ঠিক, আমি ভিজব না। যদিও
গৃহের ভিতরে এসে
বর্ষা ভিজে যাবে?
বর্ষা তার তাঁতবস্ত্রে
বৃষ্টি কুড়োবে-
না চাইলেও শুনতে পাবো
ভাঙতে ভাঙতে
ভেঙে যাচ্ছে সমস্ত গোপন
তবু আমি, আমি ভাঙব না? যদিও
দ্বন্দের ভিতরে শুয়ে
ছন্দ ভেঙে যাবে
ছন্দ তার সঙ্গীতজ্ঞ
জীবন জুড়োবে।
দৈনিকে প্রকাশহেতু, আজ মেঘশেডিং!
আজ হয়ত মধ্যাহ্ণেই মধ্যরাত হবে! আর
না হলে তো বৃথা
এই হাইড্রো-কাহিনী, অলিখিত স্মৃতি-
পদ্য, জলের কবিতা;
পাঠক, আমি আর লিখব না মেঘ-সংহিতা?
No comments:
Post a Comment