এলো উৎসবের দিন। গ্রন্থের বাইরে এসে
প্রত্যেকটি কবিতাই উৎসর্গ হতে চায়
কিন্তু আমি কিভাবে তা করি?
কাকে?
সরাসরি চাইলেই পারো, প্রিয় প্রিয় প্রিয়
পৌরুষের ঘাম, ঘামের ঘটনা
কবিতাকে!
প্রত্যেকটি কবিতাই উৎসর্গ হতে চায়
কিন্তু আমি কিভাবে তা করি?
কাকে?
সরাসরি চাইলেই পারো, প্রিয় প্রিয় প্রিয়
পৌরুষের ঘাম, ঘামের ঘটনা
কবিতাকে!
No comments:
Post a Comment