কবিতার কথা উঠে।
সময় সময়, ঠিক এও মনে হয়:
আমরা কি সেই ভিখিরি-বৃদ্ধার সঙ্গেই কথা বলছি?
আমাদের কথাগুলো ডোর-টু-ডোর ঘুরছে।
ভিক্ষা দাও বা না-দাও, দরজা খুলে দ্যাখো:
বৃদ্ধাদের চোখ থেকে ঝরে পড়ছে ফুল;
সে ফুল হয়ত শুকিয়ে গেছে, পানি পায়নি
বর্ষা রাতেও?
মানি,
ভাত ফোটেনি রাত ফোটেনি বছর বছর অশ্রুপাতেও
কিন্তু কবিতা ফুটে ওঠে! তাই
কবিতার কথা বলি তো সেই
ভিখিরি-বৃদ্ধার কথাই বলি
কবে থেকে সে ভিক্ষে করছে? মনে পড়ে না।
সময় সময়, ঠিক এও মনে হয়:
আমরা কি সেই ভিখিরি-বৃদ্ধার সঙ্গেই কথা বলছি?
আমাদের কথাগুলো ডোর-টু-ডোর ঘুরছে।
ভিক্ষা দাও বা না-দাও, দরজা খুলে দ্যাখো:
বৃদ্ধাদের চোখ থেকে ঝরে পড়ছে ফুল;
সে ফুল হয়ত শুকিয়ে গেছে, পানি পায়নি
বর্ষা রাতেও?
মানি,
ভাত ফোটেনি রাত ফোটেনি বছর বছর অশ্রুপাতেও
কিন্তু কবিতা ফুটে ওঠে! তাই
কবিতার কথা বলি তো সেই
ভিখিরি-বৃদ্ধার কথাই বলি
কবে থেকে সে ভিক্ষে করছে? মনে পড়ে না।
No comments:
Post a Comment