Friday, September 18, 2009

অংশীদারিত্বের কথা উঠলে

আমার কবিতা যারা পড়েন, পছন্দ করেন, তাদেরই।

এবং তাদেরও, যারা পছন্দ করেন কী না জানাতে
অসমর্থ বাক্য ছুঁড়ে দেন, রুগ্ন আস্ফালন করেন,
অধিকন্তু ব্যবচ্ছেদ-বিলাসী হয়ে বাতাস কাটতে বসেন।

সেইহেতু মহান মাৎসর্য্য, অম্লকাতর অক্ষমতা
এবং লঘিষ্ট ধারণাবিদ্ধ তাদের চিন্তাযাপন দেখে
আমি তাকেও উপাত্ত মনে করি। ঔচিত্য কবিতা লিখে ফেলি।

সঙ্গত কৃতজ্ঞ হই!
অন্তত আমার কবিতা তাদের পড়তে হয়।

No comments:

Post a Comment