Friday, September 18, 2009

আশংকা

বাবুই যে বৈষ্ণব-ঘরানার পাখি, এই তত্ত্ব, পরমার্থ অভিজ্ঞান
            আমি যথেষ্ট বুঝেছি
চড়ুইয়ের মতিচাঞ্চল্য, দেহস্ত সংরাগ

ভাল লাগছে ভরপুর ভাবনা-সন্দেশ

আমার মনে হয়, বাবুইবৃত্তির সঙ্গে আজ
চড়ুইবৃত্তির একটা টক্কর লাগছে

এদিকে আমি কবি হয়ে উঠছি

No comments:

Post a Comment