কতদিন হল বৃষ্টির বয়স? কতদিন হল বর্ষার?
কতদিন আমরা দেখছি এসব? কতদিন আর
দেখেশুনেশিখে লিখে লিখে যাব? বলব: ‘কদম!’
বর্ষাবৃষ্টির জলের ভাষা, কী সমাগম...
সমাগম খুব ভাল? সমাবেশ ভাল নয়?
পৃষ্ঠা পৃষ্ঠা মিথ্যে আকাশ, মেঘাচ্ছন্ন, বৃষ্টি নামবে?
নামল বিস্ময়!
বিস্ময়ের বান্ধবীই কিন্তু বর্ষা, প্রমাণ আছে
প্রমাণ দিলে কি হয়?
সত্যমিথ্যার জলাঞ্জলি বরং একটা গল্প বলি, শোন-
বৃষ্টির-না কাল বিয়ে হয়ে গেল! বৃষ্টি চলে গেলে
দেখাদেখি বর্ষাও যাবে
ততদিনে কত চোখ মতা হারাবে!
সে-সময় বৃষ্টির, সে-সময় বর্ষার
লাবণ্য দেখবে কে? এই ‘কে কে'দের সংখ্যাই বা তখন কত?
অন্ধচোখের অশ্রু বলছে- মেঘ থেকে যা সজল... ঝরে
তা মেঘেরই ক্ষত
ক্ষত বলতে বৃষ্টিবর্ষা, উতলাপ্রধান চিত্তচর্চা
তব বঙ্গের দায়
যত ভাব সব প্রাইভেট আর উবুউবু-মন তাও লিমিটেড
ঘনঘোর কবিতায়
কতদিন আমরা দেখছি এসব? কতদিন আর
দেখেশুনেশিখে লিখে লিখে যাব? বলব: ‘কদম!’
বর্ষাবৃষ্টির জলের ভাষা, কী সমাগম...
সমাগম খুব ভাল? সমাবেশ ভাল নয়?
পৃষ্ঠা পৃষ্ঠা মিথ্যে আকাশ, মেঘাচ্ছন্ন, বৃষ্টি নামবে?
নামল বিস্ময়!
বিস্ময়ের বান্ধবীই কিন্তু বর্ষা, প্রমাণ আছে
প্রমাণ দিলে কি হয়?
সত্যমিথ্যার জলাঞ্জলি বরং একটা গল্প বলি, শোন-
বৃষ্টির-না কাল বিয়ে হয়ে গেল! বৃষ্টি চলে গেলে
দেখাদেখি বর্ষাও যাবে
ততদিনে কত চোখ মতা হারাবে!
সে-সময় বৃষ্টির, সে-সময় বর্ষার
লাবণ্য দেখবে কে? এই ‘কে কে'দের সংখ্যাই বা তখন কত?
অন্ধচোখের অশ্রু বলছে- মেঘ থেকে যা সজল... ঝরে
তা মেঘেরই ক্ষত
ক্ষত বলতে বৃষ্টিবর্ষা, উতলাপ্রধান চিত্তচর্চা
তব বঙ্গের দায়
যত ভাব সব প্রাইভেট আর উবুউবু-মন তাও লিমিটেড
ঘনঘোর কবিতায়
No comments:
Post a Comment