Monday, September 7, 2009

নেহায়েত পদ্য

বহুকথা বাতাসে হারিয়ে গেছে
বহুরোদ ঘরেও ফেরে না, আর
বহুমেঘ না-ঝরে পালিয়ে গেলে
তাদের করেছি কবিতায় ব্যবহার

বহুনীল আকাশে প্রাচীন ছাদ
বহুনাম লেখাই হলো না, ভেবে
বহুরাত বলেছে আকাশ থেকে
একটিদুটি কবিতা আমাকে দেবে

বহুসাপ কামড়ে দিয়েছে ঠোঁটে
বহুশীত কুড়িয়ে রেখেছি, ফলে
বহুদিন নিভতে নিভতে কালো-
একটিদুটি জোনাকি তখন জ্বলে

বহুশিস্ বাতাসে হারিয়ে গেছে
বহুবাঁক, কেন যে গিয়েছে বেঁকে?
বহুডাক পাঠিয়ে দেখেছি, তারা
সেই যে উধাও... আমাকে বসিয়ে রেখে

No comments:

Post a Comment