Friday, September 18, 2009

এবছর বনভূমি আরেকটু উজাড় হল, বস্তিও।
ইহা দেখে, বই পড়ে, বুঝতে শিখি, মানুষ ও গাছ
তার স্থিতক্ষেত্রে ক্রমশ শিকড় গজিয়ে রেখে
        শীর্ষে উঠতে চায়!
ফলে তারা ভালবাসার সঙ্গে বেদনাও ভালবাসে!

অশ্রুরা লুকিয়ে থাকে উৎসবের পাশে

No comments:

Post a Comment