পুনশ্চ এ রাতে বেঘোরে বেড়াতে
এড়াতে চেয়েছি ভুল।
আমি ক্ষীয়প্রাণ অপসৃয়মাণ
মৃতের শিয়রে ফুল।
অথচ ধানের পাড়াগাঁ-গানের
মাঠের মহিমা দূরে
চাঁদে কিছু পোড়া মহীনের ঘোড়া
বা আসে বোরাক উড়ে!
কোথা থেকে আসে কার্তিকের ঘাসে
জানে কবি-জুনিপোকা
কথা-ম্রিয়মাণ আমি ক্ষীণপ্রাণ
অতি অতিতর বোকা।
বোকা কথা বলি শমী-শাল্মলি
ভালবাসা কিছু জানি
আলাপে-আলাপে প্রতিভার পাপে
আমি রাজা আমি রাণী?
গুপ্ত এ প্রেম বিকশিত হেম
একে রাখি কোন পাত্রে?
রাত ভোর হয় গুরু মহাশয়
বোভোয়ার বর সার্ত্রে।
এসব কিছু না অতীত-অধুনা
আগামী কালের ভোরে।
গহন মরম ভিড় সমাগম
আমার মধ্যে, ঘোরে!
এড়াতে চেয়েছি ভুল।
আমি ক্ষীয়প্রাণ অপসৃয়মাণ
মৃতের শিয়রে ফুল।
অথচ ধানের পাড়াগাঁ-গানের
মাঠের মহিমা দূরে
চাঁদে কিছু পোড়া মহীনের ঘোড়া
বা আসে বোরাক উড়ে!
কোথা থেকে আসে কার্তিকের ঘাসে
জানে কবি-জুনিপোকা
কথা-ম্রিয়মাণ আমি ক্ষীণপ্রাণ
অতি অতিতর বোকা।
বোকা কথা বলি শমী-শাল্মলি
ভালবাসা কিছু জানি
আলাপে-আলাপে প্রতিভার পাপে
আমি রাজা আমি রাণী?
গুপ্ত এ প্রেম বিকশিত হেম
একে রাখি কোন পাত্রে?
রাত ভোর হয় গুরু মহাশয়
বোভোয়ার বর সার্ত্রে।
এসব কিছু না অতীত-অধুনা
আগামী কালের ভোরে।
গহন মরম ভিড় সমাগম
আমার মধ্যে, ঘোরে!
No comments:
Post a Comment