এত এত প্রেম বলি, ইনিয়ে বিনিয়ে
অবিমৃশ্য স্তন, তুম যুগ যুগ জীয়ে
স্তন বিষয়ে আমার একটি কবিতা একদিন ছিল, এখন নেই!
এখন আমার একটি অধঃস্তন কবিতা হয়েছে,
যে কীনা আমার বিপক্ষে যায়...
আমার বিপক্ষে তো শাত্ররাও গিয়েছিলো,
কিন্তু আমি বেঁচে উঠি
এই হলো প্রবণতা;
এই হলো স্তন বিষয়ে একটি প্রাচীন সংকেত, ছেলেমেয়েদের।
লোলিত মেঘের স্মৃতিখণ্ড অথবা একটি প্রিয় পর্যটন কেন্দ্রের
সম্ভাবনা নিয়ে স্তন চিরকালই শীর্ষে থেকেছে, এখনও থাকতে চায়!
এটা তার প্রবণতা;
সঙ্গে এও বুঝতে হবে, স্তনে বিশেষ কোনও প্রেম থাকে না
প্রেমের প্রবণতা থাকে;
এই হলো প্রেম বিষয়ে একটি সতর্কীকরণ, ছেলে-ছেলেদের...
এইসব চরচা খরচা করে
এখন, আমার একটি প্রেমন্থন কবিতা হয়েছে-
যে কীনা আমার বিরুদ্ধে যাবে।
আমার বিরুদ্ধে তো রাত্রিরাও চলে গিয়েছিল
কিন্তু আমি বেঁচে যাই
চন্দ্রসাপেক্ষে, সপ্তক প্রজ্ঞায়
এও কিন্তু প্রবণতা, এ প্রবণতা কাদের?
পূর্বাপর কবি, মায়ামন্ত্র বাগেশ্বরী, ব্যর্থদের...
অবিমৃশ্য স্তন, তুম যুগ যুগ জীয়ে
স্তন বিষয়ে আমার একটি কবিতা একদিন ছিল, এখন নেই!
এখন আমার একটি অধঃস্তন কবিতা হয়েছে,
যে কীনা আমার বিপক্ষে যায়...
আমার বিপক্ষে তো শাত্ররাও গিয়েছিলো,
কিন্তু আমি বেঁচে উঠি
এই হলো প্রবণতা;
এই হলো স্তন বিষয়ে একটি প্রাচীন সংকেত, ছেলেমেয়েদের।
লোলিত মেঘের স্মৃতিখণ্ড অথবা একটি প্রিয় পর্যটন কেন্দ্রের
সম্ভাবনা নিয়ে স্তন চিরকালই শীর্ষে থেকেছে, এখনও থাকতে চায়!
এটা তার প্রবণতা;
সঙ্গে এও বুঝতে হবে, স্তনে বিশেষ কোনও প্রেম থাকে না
প্রেমের প্রবণতা থাকে;
এই হলো প্রেম বিষয়ে একটি সতর্কীকরণ, ছেলে-ছেলেদের...
এইসব চরচা খরচা করে
এখন, আমার একটি প্রেমন্থন কবিতা হয়েছে-
যে কীনা আমার বিরুদ্ধে যাবে।
আমার বিরুদ্ধে তো রাত্রিরাও চলে গিয়েছিল
কিন্তু আমি বেঁচে যাই
চন্দ্রসাপেক্ষে, সপ্তক প্রজ্ঞায়
এও কিন্তু প্রবণতা, এ প্রবণতা কাদের?
পূর্বাপর কবি, মায়ামন্ত্র বাগেশ্বরী, ব্যর্থদের...
No comments:
Post a Comment