Thursday, September 17, 2009

জীবনানন্দের উদ্দেশ্যে

যে জীবন কোকিলের, কাকদের; আমাদের সঙ্গেও তার
                দেখা হয়ে গেল।
কার ডিম কার বাচ্চা, কী ভয়াতুর মিথ্যা মিথ্যা
মিথ্যে আদর ভালবাসায় কবিজন্ম হলো?

যে জীবন বানরের, মানুষের
        কবিদের সঙ্গেও তার
            ঠিকই দেখা হয়!
এই তথ্য তর্কযুক্ত, মানসিক, তাই
        কবিতা-টবিতা লেখা
এবং লিখতে লিকতে শাহবাগে যাওয়ার পথে
যে জীবন দোয়েলের ফড়িঙের
        শিশুদের সঙ্গেও তার
            দেখা হয়ে যাচ্ছে, জাদুঘরে
                মমিময়

No comments:

Post a Comment