ফড়িঙ ধরতে গিয়ে, কী কারণে আমি ভাই
ফড়িঙ হয়ে যাই? কী কারণে ঘাসে ঘাসে
নিজেকে জড়াই?
একদিন, বেলা কিছু পড়ে এলে, সনির্বন্ধ একা শীর্ষ
অতলান্তে উপবিষ্ট কবিও জানে না-
কী কারণে কবিতায় ফড়িঙ এসেছিল? আর
কী কারণে হাওয়ারাও ভালবাসে ফড়িঙের ডানা?
যতদূর জানা যায়, ফড়িঙ এখনও কোনও
পাখি স্বীকৃতি পায়নি
মহাউড্ডীন মায়াবী লোকে
তাই বলে, ঘাসবনে উড়তে উড়তে
যদি কোনও ফড়িঙিদের সঙ্গে
দেখাই না হলো:
তবে সেই মানুষ থাকাটা মন্দ ছিল না
ফড়িঙ হয়ে যাই? কী কারণে ঘাসে ঘাসে
নিজেকে জড়াই?
একদিন, বেলা কিছু পড়ে এলে, সনির্বন্ধ একা শীর্ষ
অতলান্তে উপবিষ্ট কবিও জানে না-
কী কারণে কবিতায় ফড়িঙ এসেছিল? আর
কী কারণে হাওয়ারাও ভালবাসে ফড়িঙের ডানা?
যতদূর জানা যায়, ফড়িঙ এখনও কোনও
পাখি স্বীকৃতি পায়নি
মহাউড্ডীন মায়াবী লোকে
তাই বলে, ঘাসবনে উড়তে উড়তে
যদি কোনও ফড়িঙিদের সঙ্গে
দেখাই না হলো:
তবে সেই মানুষ থাকাটা মন্দ ছিল না
No comments:
Post a Comment