অ’বর্ণের সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল সভয়-অরণ্যে।
আর তখনই আমি বুঝতে পারি
অ-এর মধ্যে অজগর ছাড়াও
বাঘ, বাঘের ভয়
হরিণ, হরিণীর নাভি
এমনকি বাওয়ালিরাও বসবাস করছে
আমি অরণ্য থেকে ফিরে, শহরে এসে দেখি
অ’ পত্রিকার সম্পাদক দাঁড়িয়ে আছেন!
কী চাই, লেখা? তবে অ’ এর জন্যে যদি
আমি অরণ্য-ধারণা আজ লিখি
সবাই বলবে না-এ মিথ্যে? মিথ্যে বাঘ ও মিথ্যে হরিণ?
কবিশালার কাণ্ড দ্যাখো- ঘর থেকে যেই উঠোনে গেল
আর অমনি লিখে ফেলল:
অ’ বলতে অরণ্য আজ আ বলতে আগুন...
আর তখনই আমি বুঝতে পারি
অ-এর মধ্যে অজগর ছাড়াও
বাঘ, বাঘের ভয়
হরিণ, হরিণীর নাভি
এমনকি বাওয়ালিরাও বসবাস করছে
আমি অরণ্য থেকে ফিরে, শহরে এসে দেখি
অ’ পত্রিকার সম্পাদক দাঁড়িয়ে আছেন!
কী চাই, লেখা? তবে অ’ এর জন্যে যদি
আমি অরণ্য-ধারণা আজ লিখি
সবাই বলবে না-এ মিথ্যে? মিথ্যে বাঘ ও মিথ্যে হরিণ?
কবিশালার কাণ্ড দ্যাখো- ঘর থেকে যেই উঠোনে গেল
আর অমনি লিখে ফেলল:
অ’ বলতে অরণ্য আজ আ বলতে আগুন...
No comments:
Post a Comment