ছুরি, তীরের তীক্ষ্ণতা নিয়ে ছুটে গিয়েছিলে! তাতেই
ভুলতে ভুলতে, ভুলে যাচ্ছিলাম-
কত তীর লক্ষভ্রষ্ট হয়!
আধা-লিপ্ত আধা-নির্লিপ্তির গানে গানে বলি:
লক্ষভ্রষ্ট তীর তুমি আর ফিরে আসবে না?
রক্তিম ফলকে দেখে যথারীতি ক্ষুধা পেয়েছিল।
ক্ষুধাই তো ছুরি সেই লালিত ডাইনি, প্রেম
তীরের তীক্ষ্ণতা নিয়ে ছুটে গেছে দিকে দিকে
আর ফিরবে না?
ভুলতে ভুলতে, ভুলে যাচ্ছিলাম-
কত তীর লক্ষভ্রষ্ট হয়!
আধা-লিপ্ত আধা-নির্লিপ্তির গানে গানে বলি:
লক্ষভ্রষ্ট তীর তুমি আর ফিরে আসবে না?
রক্তিম ফলকে দেখে যথারীতি ক্ষুধা পেয়েছিল।
ক্ষুধাই তো ছুরি সেই লালিত ডাইনি, প্রেম
তীরের তীক্ষ্ণতা নিয়ে ছুটে গেছে দিকে দিকে
আর ফিরবে না?
No comments:
Post a Comment