তখন, হোটেলে বসে, দুপুরের ভাত খেতে গিয়ে
ভালবাসা টেবিলের নিচে চলে যায়
ভালবাসা ভর করে পায়ে পায়ে
গেরিলা ধারায়
হয়ত জোড়াজোড়া জানে- আঙুলের কৈবল্যকুসুম ফুটিয়ে
ভালবাসা বাতাস সেলাই করে
তখন, দুপুর নিভিয়ে দিয়ে
বাল্যসন্ধ্যা ঝরে
যদিদং হৃদয়ং মম তদুস্ত তব; যদিবা
ভালবাসা হোটেলের ভাত, টেবিলের তলে তলে তুরীয়ং
চুরিরং পায়ের প্রতিভা
ভালবাসা টেবিলের নিচে চলে যায়
ভালবাসা ভর করে পায়ে পায়ে
গেরিলা ধারায়
হয়ত জোড়াজোড়া জানে- আঙুলের কৈবল্যকুসুম ফুটিয়ে
ভালবাসা বাতাস সেলাই করে
তখন, দুপুর নিভিয়ে দিয়ে
বাল্যসন্ধ্যা ঝরে
যদিদং হৃদয়ং মম তদুস্ত তব; যদিবা
ভালবাসা হোটেলের ভাত, টেবিলের তলে তলে তুরীয়ং
চুরিরং পায়ের প্রতিভা
No comments:
Post a Comment